ফারজানা - বরিশাল
৬৫৬২. Question
গ্রামের মহিলারা মাথা আঁচড়ানোর পর চিরুনির সাথে চলে আসা চুলগুলো এক জায়গায় জমা করে রাখে। যখন গ্রামে ফেরিওয়ালারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে। তখন কোনো কিছু ক্রয় করে টাকার পরিবর্তে বিনিময় হিসাবে ঐ ছেঁড়া চুলগুলো দেয়। অনেক ফেরিওয়ালা তা গ্রহণ করে। কিন্তু বিষয়টা আমার কাছে কেমন কেমন মনে হয়।
Answer
মানুষের চুল ক্রয়-বিক্রয় করা সম্পূর্ণ নাজায়েয। কেননা, মানুষের চুল ও অঙ্গপ্রত্যঙ্গ বিনিময়যোগ্য নয়। এছাড়া নারীদের কর্তিত চুল সতরের অন্তর্ভুক্ত। সুতরাং ফেরিওয়ালাদের তা দেখা গুনাহ। এসব চুল মাটিতে দাফন করে দিবে।
-আলজামিউস সাগীর, পৃ. ৩২৮; বাদায়েউস সানায়ে ৪/৩৩৩; আলমুহীতুল বুরহানী ৯/৩৩৪; ফাতহুল কাদীর ৬/৬৩; রদ্দুল মুহতার ৬/৩৭১, ৪০৫