মুহাম্মাদ আতিকুল্লাহ - কুড়িগ্রাম
৬৫৬১. Question
আমাদের গ্রামে গাভী বর্গা দেওয়ার প্রচলন আছে। সাধারণত নিম্নোক্ত পদ্ধতিতে গাভী বর্গা দেওয়া হয়, এক ব্যক্তি গাভী কিনে অন্যজনকে এই শর্তে পালতে দেয় যে, উভয়পক্ষ সমান-সমানভাবে গাভীর দুধ ও বাছুরের অংশীদার থাকবে। তবে গাভীর খাদ্য ও চিকিৎসাসহ যাবতীয় খরচ বহন করবে লালন-পালনকারী। গাভীর মালিক কোনো খরচ দেবে না। জানতে চাই, উক্ত পদ্ধতিতে গাভী বর্গা দেওয়া কি জায়েয আছে?
Answer
দুধ ও বাছুরে লালন পালনকারীর অংশ থাকবে- এ শর্তে গাভী পালতে দেওয়া জায়েয নয়। সুতরাং তা থেকে বিরত থাকা কর্তব্য। সঠিক পন্থায় গাভী লালনপালন করতে চাইলে পারিশ্রমিকের ভিত্তিতে করতে হবে। অর্থাৎ চুক্তির সময় লালনপালনকারীর জন্য মাসিক বা বাৎসরিক পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। আর লালন পালনের যাবতীয় খরচ মালিককেই দিতে হবে। এক্ষেত্রে দুধ ও বাছুরসহ সবই এককভাবে গাভীর মালিকেরই থাকবে। এতে লালনপালনকারীর কোনো অংশ থাকবে না।
-আলমাবসূত, সারাখসী ২৩/১৮; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪; মুখতারাতুন নাওয়াযিল ৩/১৪০; ফাতাওয়া বায্যাযিয়া ৫/৩৭; রদ্দুল মুহতার ৪/৩২৭