Rabiul Awal 1446 || September 2024

মুহাম্মাদ হানিফ - গেণ্ডারিয়া, ঢাকা

৬৫৬০. Question

আমার পরিচিত এক লোক ব্যবসায় টাকা বিনিয়োগ করতে চায়। ব্যবসায়ীদের সাথে তার তেমন জানাশোনা নেই। এলাকায় আমার পরিচিতি আছে। কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমার বিনিয়োগও আছে। একদিন তিনি আমাকে কিছু টাকা দিয়ে বলেন যে, এই টাকা আপনি ব্যবসায় খাটান। আপনি নিজেও তা দিয়ে ব্যবসা করতে পারেন। আবার চাইলে অন্য ব্যবসায়ীকেও দিতে পারেন। আমাকে লাভের ৫০% দেবেন। পরে আমি সেই টাকা একজন ব্যবসায়ীকে দিয়েছি এই চুক্তিতে যে, ব্যবসায় লাভ হলে ব্যবসায়ী ৪০% নেবে এবং বাকিটা আমাকে দেবে।

মুফতী সাহেবের সমীপে আমার প্রশ্ন হল, আমাদের চুক্তিটি কি সহীহ হয়েছে? সহীহ হয়ে থাকলে লাভ-লোকসানের বণ্টন কীভাবে হবে? জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, আপনাদের প্রশ্নোক্ত চুক্তিটি সহীহ হয়েছে। প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু ঐ ব্যক্তি টাকা দেওয়ার সময় আপনাকে এই অনুমতি দিয়েছে যে, এ টাকা দিয়ে আপনি নিজে ব্যবসা না করে আপনি চাইলে অন্য ব্যবসায়ীকেও সে টাকা ব্যবসার জন্য দিতে পারেন, তাই অন্য ব্যবসায়ীর সাথে আপনার চুক্তিটি সহীহ হয়েছে। আর এক্ষেত্রে লাভ বণ্টনের নিয়ম হল, পুঁজিদাতা তার শর্ত মোতাবেক ৫০% পাবে, আর উক্ত ব্যবসায়ী ৪০% পাবে, আর আপনি বাকি ১০% পাবেন। আর ব্যবসা পরিচালনাকারীর কোনো ত্রুটি ছাড়া ব্যবসায় লোকসান হলে পুরো লোকসান পুঁজিদাতাকেই বহন করতে হবে।

-কিতাবুল আছল ৪/১৪৬, ২৩৯; বাদায়েউস সানায়ে ৫/১৩৫; আদ্দুররুল মুখতার ৫/৬৪৯, ৬৫৩

Read more Question/Answer of this issue