Rabiul Awal 1446 || September 2024

কাসেম - চট্টগ্রাম

৬৫৫৮. Question

আমরা কয়েজন বন্ধু আমাদের আরেক বন্ধুর বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। খাবারের দস্তরখানে এক বন্ধু আমার প্লেটে গরুর গোশত তুলে দেওয়ার ব্যাপারে বাড়াবাড়ি রকমের জোর করলে আমি বলে ফেলি, ‘আল্লাহর কসম, আমি গোশত খাব না।

আমার উক্ত কসম দ্বারা উদ্দেশ্য ছিল, ঐ সময় আমাকে জোর করে যে গোশত খাওয়াতে চাচ্ছিল তার ব্যাপারে কসম করা। কিন্তু আমার ব্যবহৃত বাক্যটি যেহেতু ব্যাপক ধরনের ছিল, তাই আমার সংশয় হচ্ছে যে, আগামীতে যে কোনো সময় গোশত খেলেও কসম ভঙ্গ হবে কি না? দয়া করে বিষয়টি জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নের বর্ণনামতে আল্লাহর কসম, আমি গোশত খাব না- কথাটি ব্যাপক শব্দে বললেও এর দ্বারা যেহেতু আপনার উদ্দেশ্য ছিল, কেবল সে সময়ই গরুর গোশত না খাওয়া। পরবর্তীতে গরুর গোশত খাবেন না বা অন্য কোনো গোশত খাবেন না- এমন উদ্দেশ্য ছিল না। তাই পরবর্তীতে গোশত খেলে এর দ্বারা আপনার কসম ভঙ্গ হবে না।

-কিতাবুল আছল ২/৩১৬; তুহফাতুল ফুকাহা ২/৩২২; বাদায়েউস সানায়ে ৩/১০৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৮৪

Read more Question/Answer of this issue