Rabiul Awal 1446 || September 2024

রজিবুল হক - যশোর

৬৫৫৬. Question

হুজুর, আমার চাচাতো ভাইয়ের সাথে একটি বিষয়ে মনোমালিন্য হয়। এরপর তাকে একদিন আমার বাড়িতে নিয়ে আসি। নাস্তা দেওয়ার পর সে খেতে অস্বীকৃতি জানায়। আমি অনেক জোরাজুরি করি। একপর্যায়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলছি, তুই নাস্তা খা। কিন্তু এর পরও সে না খেয়ে চলে যায়।

জানার বিষয় হল, সে না খাওয়ার কারণে কি আমাকে কসমভঙ্গের কাফফারা দিতে হবে?

 

Answer

আপনার প্রশ্নোক্ত কথার দ্বারা কসম সংঘটিত হয়নি। তাই ঐ কথা বলার পর সে নাস্তা না খেলেও আপনাকে এর কাফফারা দিতে হবে না। তবে এভাবে কাউকে আল্লাহর কসম দিয়ে কোনো কাজ করতে বলা অনুচিত। এমনটি বলা থেকে বিরত থাকবে।

-খুলাসাতুল ফাতাওয়া ২/১২৭; ফাতাওয়া বায্যাযিয়া ৪/২৬৮; রদ্দুল মুহতার ৩/৮৪৮; তাকরীরাতে রাফেয়ী ৩/৩৬

Read more Question/Answer of this issue