Rabiul Awal 1446 || September 2024

মুহসিন - ফেনী

৬৫৫২. Question

আমি আমার এক মামির দুধ পান করেছি। তিনি আমার দুধ মা। কখনো ঐ দুধ মায়ের আপন বোন মামার বাড়িতে আসেন। হুজুরের কাছে জানতে চাচ্ছি, দুধ মায়ের আপন বোনের সাথে কি দেখা-সাক্ষাৎ করতে পরব? জানিয়ে বাধিত করবেন

Answer

হাঁ, আপনি তার সাথে দেখা করতে পারবেন। কেননা দুধ মায়ের বোন মাহরামের অন্তর্ভুক্ত। তাই তার সাথে দেখা করা জায়েয।

-কিতাবুল আছল ৪/৩৫৯; তুহফাতুল ফুকাহা ২/২৩৬; আলবাহরুর রায়েক ৩/২২৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৮

Read more Question/Answer of this issue