Rabiul Awal 1446 || September 2024

নাসির খান - যশোর

৬৫৫১. Question

শুনেছি, হজ্বের সায়ী তাওয়াফে যিয়ারতের পরে না করে আগেও করা যায়। অনেকে মিনায় রওয়ানা হওয়ার আগমুহূর্তে সায়ী করে নেয়। যার কারণে এখন সে সময়ও ভিড় থাকে।

জানার বিষয় হল, আমি যদি হজ্বের ইহরাম না করেই মিনায় রওনা হওয়ার দু-একদিন আগে নফল তাওয়াফের পরে সায়ী করে ফেলি, তাতে কি কোনো সমস্যা আছে?

Answer

হজ্বের ইহরাম করার আগে হজ্বের সায়ী করলে তা আদায় হবে না। কেননা হজ্বের সায়ী তাওয়াফে যিয়ারতের আগে করার সুযোগ থাকলেও তা সহীহ হওয়ার জন্য এর আগে হজ্বের ইহরাম করা শর্ত। হজ্বের ইহরাম করার আগেই হজ্বের সায়ী করলে তা আদায় হবে না।

এক্ষেত্রে দ্বিতীয় আরেকটি শর্ত হল, ইহরাম করার পর সায়ীর আগে একটি নফল তাওয়াফও করতে হবে। নতুবা সায়ী আদায় হবে না।

উল্লেখ্য, তাওয়াফে যিয়ারতের আগে হজ্বের সায়ী করার সুযোগ থাকলেও তাওয়াফে যিয়ারতের পরে আদায় করাই উত্তম।

-শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৫৩২; মানাসিকে মোল্লা আলী আলকারী, পৃ. ১৭৪; গুনইয়াতুন নাসিক, পৃ. ১৩২; রদ্দুল মুহতার ২/৫০০, ৫৩৮

Read more Question/Answer of this issue