Rabiul Awal 1446 || September 2024

মোছাম্মাদ ফিরোজা আক্তার - মিরপুর, ঢাকা

৬৫৫০. Question

আমি একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। আমার স্বামী একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত বছর ইন্তেকাল করেন। আমার বিবাহিতা এক মেয়ে ও দুই ছেলে। ছেলে দুজন অপ্রাপ্ত বষয়স্ক। একজন ১১ বছর এবং অন্যজন ৮ বছর বয়সীএ দুই ছেলের লেখাপড়াসহ যাবতীয় ব্যয়ভার আমিই বহন করে থাকি।

মুহতারাম হুজুরের নিকট আমার জানার বিষয় হল, এ দুই বাচ্চার সদকাতুল ফিতর কি আমার ওপর আবশ্যক?

উল্লেখ্য, আমার বাচ্চাদ্বয় নেসাব পরিমাণ সম্পদের মালিক নয়।

Answer

আপনার বাচ্চাদের সদকাতুল ফিতর আদায় করা আপনার ওপর ওয়াজিব নয়। কেননা নাবালেগ সন্তানের সদকাতুল ফিতর ওয়াজিব হয় বাবার ওপর; মায়ের ওপর নয়।

-কিতাবুল আছল ২/১৭৭; আলমুহীতুর রাযাবী ১/৫৭০; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৮; রদ্দুল মুহতার ২/৩৬১

Read more Question/Answer of this issue