আরশাদ - উত্তরা, ঢাকা
৬৫৪৯. Question
আমাদের এলাকাতে একটি মসজিদ পুনঃনির্মাণের জন্য ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে মসজিদের কাজ চলমান। পাশে অস্থায়ীভাবে একটি জায়গা এলাকার লোকেরা মিলে নির্ধারণ করেছে, যেখানে অস্থায়ীভাবে নামাযের জন্য একটি ঘর তৈরি করা হয়েছে। মুসল্লিরা জুমাসহ পাঁচ ওয়াক্ত নামায এখানেই আদায় করেন।
রমযানের শেষ দশকে এলাকার কিছু লোক এ মসজিদে নিয়মিত ইতিকাফ করতেন। এখন প্রশ্ন দেখা দিয়েছে, এ বছর উক্ত অস্থায়ী নামায-ঘরে ইতিকাফ করা যাবে কি না? অবশ্য এলাকাতে আরো কয়েকটি মসজিদ আছে। তবে আমাদের অত্র মসজিদের মুসল্লিদের জন্য যেহেতু এটি কাছে, তাই শরীয়তে অনুমোদন থাকলে তারা এখানেই ইতিকাফ আদায় করতে ইচ্ছুক। অন্যথায় ভিন্ন মসজিদেই ইতিকাফ আদায় করবে। দয়া করে বিষয়টি জানিয়ে উপকৃত করবেন।
Answer
ইতিকাফের জন্য মসজিদ শর্ত। আর অস্থায়ী নামাযের জায়গা বা ঘর মসজিদ নয়। তাই উক্ত অস্থায়ী নামায ঘরে ইতিকাফ করা সহীহ হবে না। নির্মাণাধীন কোনো মসজিদে ইতিকাফের ব্যবস্থা না করা গেলে ওজরের কারণে তা দূষণীয় বা গুনাহের কাজ বলে বিবেচিত হবে না। এই মসজিদের মুসল্লিগণ চাইলে অন্য কোনো মসজিদে ইতিকাফ করবেন।
-আলমাবসূত, সারাখসী ৩/১১৫; খিযানাতুল আকমাল ১/৩০৩; ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৫৬