হেদায়েতুল্লাহ - মানিকগঞ্জ
৬৫৪৮. Question
আমাদের বাড়ি থেকে ছোট বোনের বাড়ি যেতে দুটি রাস্তা। একটি প্রধান সড়ক হয়ে, যা ৮০ কিলোমিটারের। অন্যটি সংক্ষিপ্ত রাস্তা, ৬৫ কিলোমিটারের। এমতাবস্থায় আমরা বোনের বাড়ি গেলে নামাযে কসর করব কি না জানালে উপকৃত হব।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে বোনের বাড়ি যে রাস্তা দিয়ে যাবেন সে অনুযায়ী হুকুম হবে। অর্থাৎ প্রধান সড়ক দিয়ে গেলে তা ৭৮ কিলোমিটারের বেশি হওয়ার কারণে তখন সেখানে কসর পড়বেন। আর ৬৫ কিলোমিটারের রাস্তায় সেখানে গেলে তখন মুকিম থাকবেন। অতএব তখন পূর্ণ নামাযই পড়বেন।
-ফাতাওয়া খানিয়া ১/১৬৫; বাদায়েউস সানায়ে ১/২৬৩; আলমুহীতুল বুরহানী ২/৩৫৮; আদ্দুররুল মুখতার ২/১২৩