রাবেয়া খাতুন - টাঙ্গাইল
৬৫৪৭. Question
গতকাল আমার এশার ফরয নামায পড়া অবস্থায় মাসিক শুরু হয়। আমার প্রশ্ন হল, মাসিক শেষে কি আমাকে ঐ নামাযের কাযা পড়তে হবে?
Answer
না, আপনাকে ঐ এশার নামাযের কাযা আদায় করতে হবে না। তবে নফল নামাযের বিধান এ থেকে ভিন্ন। নফল নামায শুরু করার পর মাসিক শুরু হয়ে গেলে পরবর্তীতে তা কাযা পড়ে নিতে হবে।
-খুলাসাতুল ফাতাওয়া ১/২৩২; আলবাহরুর রায়েক ১/২০৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; আদ্দুররুল মুখতার ১/২৯১