মিসবাহ রহমান - দড়াটানা, যশোর
৬৫৪৫. Question
আজ যোহর নামাযে আমি একটি ভুলের কারণে সাহু সিজদা করি। সাহু সিজদা থেকে ওঠার পর তাশাহহুদ না পড়ে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি। এরপর স্মরণ হলে তাশাহহুদ দরূদ ও দুআ পড়ে নামায শেষ করি। দ্বিতীয়বার সাহু সিজদা করিনি।
প্রশ্ন হল, দ্বিতীয়বার সাহু-সিজদা না করা কি ঠিক হয়েছে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার সাহু-সিজদা না করে ঠিকই করেছেন। কেননা এক নামাযে একাধিকবার সাহু-সিজদা করার বিধান নেই। তাই সাহু সিজদা করার পর আবার কোনো ভুল হলেও পুনরায় সাহু সিজদা করতে হবে না।
-ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩; গায়াতুল বায়ান ২/২৬১; আলমুহীতুর রাযাবী ১/৩৩১; আলবিনায়া ২/৬০৬