Rabiul Awal 1446 || September 2024

মুহাম্মাদ শুভ্র - শাহাবাগ, ঢাকা

৬৫৪৪. Question

কলেজের এক দ্বীনদার বন্ধুর প্রচেষ্টায় আলহামদু লিল্লাহ আমার দ্বীনের বুঝ এসেছে। তার কাছে নামায শিখে এখন নিয়মিত নামায আদায় করছি। কিন্তু এর পূর্বে দ্বীনের বুঝ না থাকায় বালেগ হওয়ার পর থেকে আমার অনেক নামায কাযা হয়ে গেছে। ঠিক মনেও নেই কত ওয়াক্ত কাযা হয়েছে। এখন সেগুলো কাযা করতে চাচ্ছি।

মুহতারামের নিকট জানতে চাই, বিগত জীবনের কাযা (ছুটে যাওয়া) নামাযগুলো আমি কীভাবে আদায় করব?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি বালেগ হওয়ার পর থেকে কোন্ ওয়াক্তের ফরয নামায এবং বিতির নামায কী পরিমাণ ছুটেছে- প্রথমে প্রবল ধারণার ভিত্তিতে এর একটি হিসাব বের করবেন। এর পর উক্ত নামাযগুলো আদায়ের ক্ষেত্রে এভাবে নিয়ত করবেন-আমার যিম্মায় থাকা প্রথম ফজর (উদাহরণস্বরূপ) নামাযের কাযা পড়ছিএভাবে প্রত্যেক নামাযের জন্য নিয়ত করে এ কাযা নামাযগুলো পড়তে থাকবেন। পাশাপাশি ইচ্ছাকৃত এ নামাযগুলো কাযা করার কারণে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে তওবা-ইস্তেগফার করবেন।

-আততাজনীস ওয়াল মাযীদ ২/৬৯; মুখতারাতুন নাওয়াযেল ১/৩৪৯; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৪৯৪; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৪৩

Read more Question/Answer of this issue