আরাফাত হুসাইন - কুমিল্লা
৬৫৪৩. Question
আমরা জানি, নাজাসাতে খফীফা (যেমন, হালাল প্রাণীর পেশাব ইত্যাদি) যদি শরীরের কোনো অঙ্গে লাগে এবং তা ঐ অঙ্গের এক চতুর্থাংশের কম স্থানে লাগে, তবে তা নিয়ে নামায পড়ে ফেললে নামায হয়ে যায়। এখন আমার প্রশ্ন হল, এক্ষেত্রে কি পুরো হাত ও পুরো পা-কে একটি করে অঙ্গ ধরা হবে, নাকি হাতের কব্জি পর্যন্ত এক অঙ্গ এবং কনুই পর্যন্ত ভিন্ন অঙ্গ ধরা হবে? অনুরূপভাবে পায়ের গোড়ালি পর্যন্ত এক অঙ্গ এবং হাঁটু পর্যন্ত ভিন্ন অঙ্গ ধরা হবে? জানিয়ে বাধিত করবেন।
Answer
নাজাসাতে খফীফার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে হাতের আঙ্গুল থেকে কাঁধ পর্যন্ত পুরোটা এক অঙ্গ, অনুরূপভাবে পায়ের আঙ্গুল থেকে রানসহ পুরো পা এক অঙ্গ ধরা হবে। সুতরাং হাতে নাজাসাতে খফীফা লাগলে তা যদি পুরো হাতের এক চতুর্থাংশের কম স্থানে লাগে, তবে তা নিয়ে নামায পড়ে ফেললে নামায হয়ে যাবে। পায়ের ক্ষেত্রেও একই বিধান। তবে এক্ষেত্রে নামায হয়ে গেলেও যথাসম্ভব তা ধুয়ে নেবে।
Ñবাদায়েউস সানায়ে ১/২৩২; রদ্দুল মুহতার ১/৩২২; কিফায়াতুল মুফতী ৩/৪২৫