Rabiul Awal 1446 || September 2024

মুহাম্মাদ খাইরুল ইসলাম - মুরাদ নগর, কুমিল্লা

৬৫৪২. Question

এক মহিলার প্রতি মাসে হায়েয আসে তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত। মোট সাত দিন। কিন্তু এই মাসে অনেক উলট-পালট হয়ে যায়। তিন তারিখে এক দিন হায়েয আসার পরই বন্ধ হয়ে যায়। দশ দিনের ভেতর আর আসেনি। এসেছে বারোতম দিন। তখন তিন দিন এসে আবার বন্ধ হয়ে যায়। বিশ নম্বর দিন আবার আসে। এখনো এভাবে চলছে। আজ বাইশ নম্বর দিন।

জানার বিষয় হল, এই মহিলার কোন্ দিনগুলো হায়েয গণ্য হবে। আর কোন্ দিনগুলো ইসতেহাযা? নাকি সবগুলোই ইসতেহাযা গণ্য হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে তিন তারিখে রক্ত দেখার পর এক দিন পরই তা বন্ধ হয়ে গেলেও যেহেতু ১৫ দিনের আগেই ১২তম দিনে আবার রক্ত দেখা গেছে, তাই মাঝের এই দিনগুলোতে রক্ত দেখা না গেলেও প্রথম যেদিন রক্ত দেখেছে সেদিন থেকে আগের অভ্যাস অনুযায়ী মোট সাত দিন অপবিত্রতা তথা হায়েয গণ্য করবে। আর এর পর থেকে বাকি দিনগুলো ইসতেহাযা গণ্য করবে। সুতরাং বাকি দিনগুলোতে স্রাব দেখা দিলেও তখন নামায পড়তে হবে।

Ñকিতাবুল আছল ২/১৪; আলমাবসূত, সারাখসী ৩/১৫৪, ১৭৯; আলমুহীতুর রাযাবী ২/৯৪; ফাতহুল কাদীর ১/১৫৩; আদ্দুররুল মুখতার ১/২৯৮

Read more Question/Answer of this issue