Rabiul Awal 1446 || September 2024

নাসিম খান - বাঘারপাড়া, যশোর

৬৫৪১. Question

হুজুর, এক্সিডেন্টে আমার বাম হাত ভেঙে যাওয়ায় ডাক্তার পুরো হাত ব্যান্ডেজ করে দিয়েছে। তাই আমি ট্যাপ ছেড়ে ডান হাতের সাহায্যে ওযুর অঙ্গগুলো ধৌত করি আর বাম হাতের ব্যান্ডেজের ওপর মাসেহ করি। আজ ভোরে ওযু করার সময় হাতের ব্যান্ডেজের ওপর মাসেহ করলেও বেখেয়ালে আঙ্গুলগুলোর অগ্রভাগের ব্যান্ডেজের অংশ মাসেহ করা হয়নি। এরপর ঐ ওযু দিয়েই ফজর নামায পড়েছি।

জানার বিষয় হল, আমার উক্ত নামায কি সহীহ হয়েছে?

Answer

হাঁ, আপনার উক্ত নামায আদায় হয়েছে। কেননা ব্যান্ডেজের ওপর মাসেহের ক্ষেত্রে ব্যান্ডেজের পুরো অংশ মাসেহ করা জরুরি নয়; ব্যান্ডেজের অধিকাংশ স্থান মাসেহ করা হলেই ওযু সহীহ হয়ে যায়।

অতএব, আপনি যেহেতু ব্যান্ডেজের অল্প কিছু অংশ ছাড়া এর অধিকাংশ স্থানই মাসেহ করেছেন, তাই এক্ষেত্রে আপনার ওযু সহীহ হয়েছে এবং ঐ নামাযও সহীহ হয়েছে।

Ñআলমুহীতুর রাযাবী ১/১৮৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭; হালবাতুল মুজাল্লী ১/৩৪৯; আলবাহরুর রায়েক ১/১৮৭; আদ্দুররুল মুখতার ১/২৮২

Read more Question/Answer of this issue