Safar 1446 || August 2024

মুহাম্মাদ মাহবুবুর রহমান - ফুলগাজী, ফেনী

৬৫৩৬. Question

আমাদের এলাকায় কুরবানীর ঈদের সময় ঈদের দিন সকালে গরু জবাই করার আগেই চামড়া ব্যবসায়ীরা এসে দরদাম করে চামড়া ক্রয় করে রাখে এবং চামড়ার মূল্যও তখন পরিশোধ করে দেয়। তারপর গরু জবাই ও চামড়া ছেলা হয়ে গেলে দুপুরের দিকে এসে চামড়া নিয়ে যায়। জানতে চাই, পশু জবাই করার পূর্বে চামড়া বিক্রি করা কি জায়েয?

Answer

না, পশু জবাই করার পূর্বে উক্ত চামড়া বিক্রি করা জায়েয নয়। তাই চামড়া ছেলার আগে ক্রেতার সাথে বিক্রির ওয়াদা করা (প্রাথমিক কাথাবার্তা বলা) যেতে পারে। কিন্তু তখনই চূড়ান্ত ক্রয়-বিক্রয় করা যাবে না; চূড়ান্ত ক্রয়-বিক্রয় করতে হবে চামড়া ছেলার পর।

-আযযাখিরাতুল বুরহানিয়া ৯/৪৪০; তাবয়ীনুল হাকায়েক ৪/৩৬৭; ফাতহুল কাদীর ৬/৫১; আননাহরুল ফায়েক ৩/৪২১; আদ্দুররুল মুখতার ৫/৬৩

Read more Question/Answer of this issue