Safar 1446 || August 2024

সাদেকুল ইসলাম - মোমেনশাহী

৬৫৩৫. Question

এক ব্যক্তি আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে তার মোটর সাইকেলটি আমার নিকট বন্ধক রাখে। আমি তার সাথে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই তার মোটর সাইকেলটি অন্যদের নিকট ভাড়া দিয়ে কিছু টাকা আয় করি। পরবর্তীতে সে ঋণ পরিশোধ করে দিলে মোটর সাইকেলটি তাকে ফেরত দিয়ে দেই।

আমার জানার বিষয় হল, এই মোটর সাইকেলটি দ্বারা অর্জিত টাকা ভোগ করা কি আমার জন্য জায়েয হবে, নাকি তা মালিককে ফেরত দিয়ে দিতে হবে?

Answer

ঋণদাতার জন্য বন্ধকী বস্তু ভাড়া দিয়ে বা অন্য কোনোভাবে তা থেকে উপকৃত হওয়া জায়েয নয়; তা সুদের অন্তর্ভুক্ত। তাই মোটর সাইকেলটি দ্বারা অর্জিত টাকা ভোগ করা আপনার জন্য জায়েয হবে না। আর আপনি যেহেতু বন্ধকদাতার অনুমতি ছাড়াই তার মোটর সাইকেলটি অন্যদের নিকট ভাড়া দিয়েছেন, তাই তা থেকে উপার্জিত সকল টাকা সদকা করে দিতে হবে। মোটর সাইকেলের মালিকও তা ভোগ করতে পারবে না।

-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৫০৭১; কিতাবুল আছল ৩/২২৭; আলমুহীতুর রাযাবী ৮/৩৮৩; ফাতাওয়া খানিয়া ৩/৫৯৬; রদ্দুল মুহতার ৬/৫২৩

Read more Question/Answer of this issue