Safar 1446 || August 2024

শাফাআত হোসেন - মোমেনশাহী

৬৫৩৩. Question

আমার চাচাতো ভাই এক কোম্পানির ডিলার। কোম্পানি তাকে অফার করেছে, পণ্যের মূল্য বাবত কোম্পানিকে ১ লাখ টাকা অগ্রিম দিলে কোম্পানি তাকে ৬ হাজার টাকা কমিশন দেবে। এখন তার কাছে কোম্পানিকে দেয়ার মত ৮০ হাজার টাকা আছে। তাই সে আমাকে বলেছে, তুমি আমাকে ২০ হাজার টাকা দাও, যাতে আমি কোম্পানিকে ১ লাখ টাকা পুরা করে দিতে পারি। এজন্য কোম্পানি আমাকে যে ৬ হাজার টাকা কমিশন দেবে, তা থেকে তোমাকে ২ হাজার টাকা দেব। তার কথা মতো আমি তাকে ২০ হাজার টাকা দিই।

মুফতী সাহেবের কাছে জানতে চাই, এখন আমার জন্য আমার দেওয়া ২০ হাজার টাকার অতিরিক্ত ২ হাজার টাকা নেয়া বৈধ হবে কি?

Answer

না, এক্ষেত্রে অতিরিক্ত দুই হাজার টাকা নেওয়া আপনার জন্য বৈধ হবে না। এটি সুস্পষ্ট সুদের অন্তর্ভুক্ত। কেননা প্রশ্নের বর্ণনা অনুযায়ী কোম্পানির ডিলার (আপনার চাচাতো ভাই)-কে আপনি ২০ হাজার টাকা দিয়েছেন, অতিরিক্ত দুই হাজার টাকা নেওয়ার চুক্তিতে। শরীয়তের দৃষ্টিতে যা সুদী ঋণের অন্তর্ভুক্ত। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যে পরিমাণ টাকা তাকে দিয়েছেন, শুধু ঐ পরিমাণ টাকাই তার থেকে ফেরত নিতে পারবেন; এর অতিরিক্ত কিছুতেই নয়।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২১০৭৭; আলমুহীতুল বুরহানী ১০/৩৫১; আলবাহরুর রায়েক ৬/১২২; রদ্দুল মুহতার ৫/১৬৬

Read more Question/Answer of this issue