Safar 1446 || August 2024

হাশেম - কুমিল্লা

৬৫৩২. Question

আমার একটি কাপড় ইস্ত্রির দোকান আছে। বছরের কিছু কিছু মৌসুমে কাজের অনেক চাপ থাকে। বিশেষত ঈদের মৌসুমে। তাই আমি এবার ঈদের সময়ে ১০ দিনের জন্য একজন কর্মচারী নিই। সে কাপড় ইস্ত্রি করতে গিয়ে একদিন একটি শার্ট পুড়িয়ে ফেলে। পরে আমাকে শার্টটির জরিমানা দিতে হয়েছে। এখন প্রশ্ন হল, আমি কি তার থেকে শার্টটির জরিমানা নিতে পারব? তার কারণেই তো উক্ত জরিমানা দিতে হয়েছে। আশা করি মাসআলাটি জানাবেন।

Answer

যদি সতর্কতার সাথে ইস্ত্রি করার পরও ভোল্টেজ উঠানামা বা অন্য কোনো কারণে পুড়ে গিয়ে থাকে, যা থেকে সতর্কতার পরও সাধারণত বাঁচা সম্ভব হয় না, তাহলে এমন ক্ষেত্রে ঐ কর্মচারী থেকে আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। কিন্তু যদি পুড়ে যাওয়ার পেছনে তার অবহেলা কিংবা ত্রুটি প্রমাণিত হয়, তাহলে আপনি তার থেকে এর ক্ষতিপূরণ নিতে পারবেন। আর কাপড়ওয়ালা সর্বক্ষেত্রেই কাপড় নষ্ট হয়ে গেলে আপনার (লন্ড্রি মালিক) কাছ থেকে ক্ষতিপূরণ পাবে।

-বাদায়েউস সানায়ে ৪/৭৪; আলমুহীতুর রাযাবী ৬/৫৬২; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৩১৫; মাজাল্লাতু আহকামিল আদলিয়্যা, মাদ্দাহ ৬১১; শরহুল মাজাল্লা, আতাসী ২/৭২৯

Read more Question/Answer of this issue