Safar 1446 || August 2024

উম্মে আবরার - রাজশাহী

৬৫৩০. Question

এক নারী মান্নত করেছে, আগামী মঙ্গলবার আমার ছেলে বিদেশ থেকে আসলে পরদিন বুধবার আমি রোযা রাখব। মঙ্গলবার তার ছেলে আসে। কিন্তু সেদিন থেকে তার হায়েয শুরু হয়ে যায় এবং বুধবার হায়েযের কারণে আর রোযা রাখা হয়নি।

মুহতারামের কাছে জানার বিষয় হল, এখন ঐ নারী তার মান্নত কীভাবে আদায় করবে- জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ নারী হায়েয থেকে পবিত্র হওয়ার পর একটি রোযা আদায় করে নেবে। এর দ্বারাই তার মান্নত আদায় হয়ে যাবে।

-বাদায়েউস সানায়ে ৪/২২৭; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৮০; ফাতাওয়া বায্যাযিয়া ৪/১০৩; রদ্দুল মুহতার ৩/৭৩৭

Read more Question/Answer of this issue