Safar 1446 || August 2024

তাবাসসুম - ফেনী

৬৫২৯. Question

আমার যিম্মায় কসমের একটি কাফফারা ওয়াজিব হয়ে আছে। অর্থের মাধ্যমে উক্ত কাফফারা আদায় করার সামর্থ্য না থাকায় রোযার মাধ্যমে তার কাফফারা আদায় করা শুরু করি। দুটি রোযা রাখার পর তৃতীয় দিন সকালে আমার মাসিক স্রাব শুরু হয়ে যায়ে। ফলে ঐ দিনের রোযাটি রাখতে পারিনি।

মুহতারামের কাছে জানার বিষয় হল, এখন আমার করণীয় কী? নতুন করে তিনটি রোযা রাখা, নাকি একটি রাখলেই হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে উক্ত তিনটি রোযা পুনরায় লাগাতারভাবে রাখতে হবে। কেননা কসমের কাফফারার রোযাগুলো লাগাতার রাখা আবশ্যক। ঋতুস্রাব বা অন্য কোনো ওজরের কারণেও যদি ধারাবাহিকতা ছুটে যায়, তাহলে নতুন করে আবার লাগাতার তিনটি রোযা রাখা জরুরি। ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

إذَا صَامَتِ الْمَرْأَةُ فِي كَفَّارَةِ الْيَمِينِ ثَلاَثَةَ أَيَّامٍ، فَحَاضَتْ قَبْلَ أَنْ تُتِمَّ صَوْمَهَا فَلْتَسْتَقْبِلْ صَوْمَ ثَلاَثَةِ أَيَّامٍ.

কোনো মহিলা কসমের কাফফারা-স্বরূপ তিন দিন রোযা রাখা শুরু করার পর রোযাগুলো পূর্ণ করার আগেই যদি তার ঋতুস্রাব শুরু হয়ে যায়, তাহলে সে নতুন করে লাগাতার তিন দিন রোযা রাখবে। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৩৫৬

উল্লেখ্য, রমযানের রোযার কাফফারা আদায়ের ক্ষেত্রে দুই মাস লাগাতার রোযা রাখার মাঝে যদি কোনো মহিলার ঋতুস্রাব শুরু হয়, তাহলে তাকে নতুন করে আবার দুই মাস রোযা রাখতে হবে না; বরং সেক্ষেত্রে পবিত্র হওয়ার পর থেকেই কোনো দিন বাদ না দিয়ে বাকি রোযাগুলো পুরা করে নিলে উক্ত কাফফারা আদায় হয়ে যাবে।

-কিতাবুল আছল ২/২৯৫; আলহাবিল কুদসী ১/৫৩৮; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৫; আলমুহীতুর রাযাবী ৪/৫৪৬; আদ্দুররুল মুখতার ৩/৭২৭

Read more Question/Answer of this issue