Safar 1446 || August 2024

উম্মে তায়্যিব - নেত্রকোনা

৬৫২৮. Question

হুজুর, অনেক আগে আমি একটি উদ্দেশ্যে ৮ আনা স্বর্ণ সদকা করার মান্নত করেছিলাম। আলহামদু লিল্লাহ, উদ্দেশ্যটি পুরা হয়েছে। এখন আমি মান্নতটি আদায় করতে চাচ্ছি। তাই সে সম্পর্কে আমার কয়েকটি জিজ্ঞাসা-

১. উক্ত স্বর্ণের পরিবর্তে স্বর্ণের মূল্য দেওয়া যাবে কি না?

২. স্বর্ণের মূল্য হিসাব করে কিছু টাকা দিয়ে গরীব ছাত্রদেরকে কিতাব কিনে দেওয়া যাবে কি না?

৩. আমার বাসায় কয়েকজন কাজের মেয়ে থাকে, তাদেরকে ঐ মান্নতের জিনিস দেওয়া যাবে কি না?

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ পরিমাণ স্বর্ণের বাজারমূল্য গরীবদের সদকা করলেও মান্নত আদায় হয়ে যাবে। তদ্রূপ মূল্য হিসাবে কিতাব বা অন্য কোনো বস্তুও গরীবদেরকে সদকা করা যাবে। কোনো বস্তু সদকা করার মান্নত করলে তা হুবহু না দিয়ে তার উপযুক্ত মূল্য সদকা করাও জায়েয। আর বাসার কাজের লোকজন যাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র হলে বেতন-বোনাসের বাইরে তাদেরকেও মান্নতের জিনিস দেওয়া যাবে। তবে এর বিনিময়ে তাদের থেকে অতিরিক্তি সেবা নেওয়া যাবে না। তাই তাদেরকে বলে দেবে, এটি বেতন/ভাতা নয়; বরং এটি তোমাদেরকে এমনিতেই দিলাম। এক্ষেত্রে সদকার কথা স্পষ্টভাবে বলে দিতে পারলে সবচেয়ে নিরাপদ।

এক্ষেত্রে আরো জরুরি হল, তাদের যাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া। কেননা অনেক কাজের লোকের নিকট নেসাব পরিমাণ ব্যাংক-ব্যালেন্স, স্বর্ণালংকার ইত্যাদি থাকে; যারা ওয়াজিব সদকা গ্রহণের উপযুক্ত থাকে না।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ২৮৭; আলমুহীতুর রাযাবী ৪/৫৪২; আলইখতিয়ার ১/৩৩৮; আদ্দুররুল মুখতার ৩/৭৪১

Read more Question/Answer of this issue