Safar 1446 || August 2024

নাহিদ - রাজশাহী

৬৫২৭. Question

এসএসসি পরীক্ষার আগে আমি মান্নত করেছিলাম, যদি পরীক্ষায় এ প্লাস পাই, তাহলে বায়তুল মোকাররম মসজিদে ৫০ রাকাত নামায আদায় করব। আল্লাহর রহমতে আমি এ প্লাস পেয়েছি।

মুহতারামের কাছে জানতে চাই, উক্ত মান্নত আদায়ের জন্য কি বায়তুল মোকাররম মসজিদেই নামায পড়া জরুরি, নাকি অন্য কোনো মসজিদে পড়লেও মান্নত আদায় হবে?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি যেহেতু বায়তুল মোকাররম মসজিদেই ৫০ রাকাত নামায পড়ার মান্নত করেছেন, তাই সম্ভব হলে সেখানে পড়াই ভালো হবে। তবে সেখানেই পড়া আবশ্যক নয়; বরং অন্য কোনো জায়গায় মান্নত আদায়ের নিয়তে ৫০ রাকাত নামায পড়ে নিলেও আপনার মান্নত আদায় হয়ে যাবে।

-বাদায়েউস সানায়ে ৪/২৪৫, ২৩৫; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৯; আলবাহরুর রায়েক ২/৫৮; রদ্দুল মুহতার ৩/৭৩৫

Read more Question/Answer of this issue