Safar 1446 || August 2024

আশরাফুজ্জামান - যশোর

৬৫২৩. Question

আমাদের এলাকায় একটি এতীমখানা আছে। সেখানে বিভিন্ন বয়সের ত্রিশজন পথশিশু ও এতীমদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। আমি আমার দাদার ত্রিশ দিনের রোযার ফিদইয়া হিসেবে তাদেরকে দুই বেলা খাওয়াতে চাচ্ছি। জানার বিষয় হল, সেখানে চার-পাঁচ বছর বয়সী কয়েকজন বাচ্চা আছে। এই বয়সের বাচ্চারা তো খুব সামান্যই খায়। তাদেরকে খাওয়ালে কি ফিদইয়া আদায় হবে?

Answer

না, চার-পাঁচ বছর বয়সী বাচ্চাদের খাবার খাওয়ানোর দ্বারা ফিদইয়া আদায় হবে না। কেননা খাবার খাওয়ানোর মাধ্যমে ফিদইয়া আদায়ের জন্য শর্ত হল, এমন ব্যক্তিকে খওয়ানো, যে পূর্ণ খাবার খেতে পারে। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দাদার ত্রিশটি রোযার ফিদইয়া উক্ত এতীমখানার বাচ্চাদের খাওয়ানোর মাধ্যমে আদায় করতে চাইলে তা এমন বাচ্চাদেরকেই খাওয়াতে হবে, যারা পূর্ণ খাবার খেতে পারে। আর যে কয়জন অল্পবয়সী বাচ্চা পূর্ণ খাবার খেতে পারে না, তাদেরকে ফিদইয়ার বাইরে সাধারণ সদকার নিয়তে খাওয়াতে পারেন। এতে আপনি সদকার সওয়াব পাবেন।

-কিতাবুল আছল ২/২৮৭; বাদায়েউস সানায়ে ৪/২৬২; ফাতাওয়া খানিয়া ২/২০; ফাতাওয়া হিন্দিয়া ১/৫১৪; রদ্দুল মুহতার ৩/৪৭৮

Read more Question/Answer of this issue