Safar 1446 || August 2024

আবদুল্লাহ - ফেনী

৬৫২১. Question

আমাদের গ্রামের বাড়িতে নিজেদের একটি পারিবারিক কবরস্থান আছে। কবরস্থানটি ওয়াকফিয়া কবরস্থান। কবরস্থানের অদূরে একটি নদী আছে। কিছুদিন আগে নদীটিতে ভাঙন শুরু হয় এবং ভাঙতে ভাঙতে নদীটি কবরস্থানের একদম নিকটে চলে আসে। একদিন রাতের বেলা দুটি কবর নদীগর্ভে চলে যায়। অবস্থা দেখে প্রবল ধারণা হচ্ছে যে, বাকি কবরগুলোও ভাঙনের কবলে পরবে।

মুহতারামের নিকট জানার বিষয় হল, এখন কবরগুলো হেফাজতের জন্য কি স্থানান্তর করা যাবে?

উল্লেখ্য, কবরস্থানটিতে এখন ৪টি কবর আছে। একটি কবর ৬ মাস আগের। আর দুটি তিন থেকে চার বছর আগের। আর একটি ২২ বছর আগের।

Answer

লাশ দাফনের পর সাধারণ অবস্থায় কবর থেকে লাশ বের করা এবং অন্যত্র স্থানান্তর করা জায়েয নয়। তবে প্রশ্নোক্ত ক্ষেত্রে নদী ভাঙনের কারণে কবরগুলো যেহেতু নদীগর্ভে চলে যাচ্ছে এবং প্রবল ধারণা যে, বাকি কবরগুলো যদি স্থানান্তর করা না হয়, তাহলে সেগুলোও নদীগর্ভে চলে যাবে। তাই এক্ষেত্রে কবরগুলো খুঁড়ে লাশ ও হাড়গোড় বের করে অন্যত্র দাফন করা জায়েয হবে।

-সহীহ বুখারী, হাদীস ১৩৫০; মুসান্নাফে  ইবনে আবী শাইবা, বর্ণনা ১২২২২; উমদাতুল কারী ৮/১৬৫; জামিউল মুযমারাত ২/৩০৭; ফাতহুল কাদীর ২/১০২; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৩৭

Read more Question/Answer of this issue