উবাইদুল্লাহ - বাঘারপাড়া, যশোর
৬৫১৯. Question
গতকাল মাগরিবের নামাযের সুন্নত পড়ছিলাম। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ি। দ্বিতীয় রাকাতেও ভুলে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ে ফেলি। এভাবেই নামায শেষ করি। জানতে চাই, আমার এ নামায কি আদায় হয়েছে, নাকি আমার ওপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল?
Answer
আপনার উক্ত নামায আদায় হয়ে গেছে। সাহু সিজদা ওয়াজিব হয়নি। তাই সাহু সিজদা না করা ঠিকই হয়েছে। কেননা নামাযের দুই রাকাতেই একই সূরা পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না। তবে ফরয নামাযে ইচ্ছাকৃত এমনটি করা অনুত্তম।
-সুনানে আবু দাউদ, হাদীস ৮১২; আলমুহীতুল বুরহানী ২/৪৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৪; আননাহরুল ফায়েক ১/২৩৭; হালবাতুল মুজাল্লী ২/২৮১; রদ্দুল মুহতার ১/৫৪৬