Muharram 1446 || July 2024

ইসমাঈল - চট্টগ্রাম

৬৫১৪. Question

কিছুদিন আগে এক বন্ধুর বাড়িতে দাওয়াতে গিয়ে সেখানে একটি জায়নামায দেখলাম, যা ছাগলের চামড়া শুকিয়ে বানানো হয়েছে। তা দেখে আমার খুব পছন্দ হয়। আমার ইচ্ছা, এ বছর আমি যে ছাগলটি কুরবানী করব, তার চামড়া দ্বারা জায়নামায বানিয়ে নামায আদায়ের জন্য ব্যবহার করব। এটি কি আমার জন্য জায়েয হবে? জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, নিজের কুরবানীর পশুর চামড়া বিক্রি না করে ব্যবহারের জন্য জায়নামায বানাতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই। কুরবানীর পশুর চামড়া বিক্রি করে দিলে বিক্রিলব্ধ টাকা নিজে ভোগ করা জায়েয নয়; বরং পুরো টাকাই গরিব-মিসকীনদের সদকা করে দেওয়া আবশ্যক। কিন্তু বিক্রি না করে সরাসরি চামড়া ব্যবহার করতে কোনো অসুবিধা নেই।

কিতাবুল আছল ৫/৪০৮; শরহু মুখতাসারিল কারখী ৬/৩৮৯; বাদায়েউস সানায়ে ৪/২২৫; ফাতাওয়া খানিয়া ৩/৩৫৪; আদ্দুররুল মুখতার ৬/৩২৮

Read more Question/Answer of this issue