Muharram 1446 || July 2024

রাশেদ - চট্টগ্রাম

৬৫১২. Question

আমি কুরবানীর জন্য গরু ক্রয় করে পিকআপে করে আমার বাড়িতে নিয়ে আসি। পিকআপ থেকে নামানোর সময় গরুটি উপুড় হয়ে মাটিতে পড়ে যায়। ফলে তার মাথার একপাশের শিং অর্ধেকটা ভেঙে যায়। পায়ে আঘাত পেলেও হাঁটতে কোনো পায়ে সমস্যা হচ্ছে না। প্রশ্ন হল, এ গরু দিয়ে কুরবানী করা সহীহ হবে কি না? জানিয়ে বাধিত করবেন?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে পশুটির শিং যেহেতু আংশিক ভেঙেছে। গোড়া থেকে ভেঙে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়নি। এবং পায়ে আঘাত পেলেও আঘাতপ্রাপ্ত পায়ে ভর করে চলতে পারে, তাই উক্ত গরু দ্বারা কুরবানী করা সহীহ হবে।

উল্লেখ্য, কোনো পশুর শিং যদি গোড়া থেকে এমনভাবে ভেঙে যায়, যার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কোনো পা যদি এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়, যার ওপর ভর করে হাঁটা-চলা করতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কুরবানী সহীহ হবে না।

জামে তিরমিযী, হাদীস ১৫০৩; কিতাবুল আছল ৫/৪০৫, ৪০৯; বাদায়েউস সানায়ে ৪/২১৬; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২০, ৩২১; রদ্দুল মুহতার ৬/ ৩২৩

Read more Question/Answer of this issue