তাহনিয়া - ঢাকা
৬৪৯৯. Question
আমার ব্যবহারের কিছু অলংকার আছে। সেগুলোর কোনো কোনোটাতে দামী ডায়মন্ড বসানো আছে। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, উক্ত অলংকারের যাকাত আদায়ের সময় কি এই ডায়মন্ডগুলোরও যাকাত দিতে হবে?
Answer
না, উক্ত ডায়মন্ডগুলোর যাকাত দিতে হবে না। কেননা স্বর্ণ রূপা ছাড়া অন্যান্য ধাতব ব্যবসার পণ্য না হলে, সেগুলোর যাকাত দেওয়া ফরয নয়। তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন—
لَيْسَ فِي الْجَوْهَرِ وَاللُّؤْلُؤِ زَكَاةٌ إِذَا لَمْ يَكُنْ لِلتِّجَارَةِ.
মনি মুক্তা ব্যবসার উদ্দেশ্যে না হলে, তাতে যাকাত নেই। (কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ২৯৯)
—কিতাবুল আছল ২/৯৭; আলমাবসূত, সারাখসী ২/১৯৭; আলগায়া, সারুজী ৬/১৩১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮০; আদ্দুররুল মুখতার ২/২৭৩