Muharram 1446 || July 2024

সফওয়ান - নেত্রকোনা

৬৪৯৭. Question

আমি ঢাকায় পড়াশুনা করি। আমার বাড়ী নেত্রকোনা জেলা বারহাট্টা থানায়। একবার ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় নেত্রকোনা সদরে পৌঁছে যোহর নামায আদায় করি। মুসাফির হওয়ার কারণে কসর করি। বাড়িতে পৌঁছে দেখি, তখনো যোহর নামাযের ওয়াক্ত বাকি আছে। আমি জানতে চাচ্ছি, এক্ষেত্রে মুকীম হওয়ার পর কি যোহর নামায পুনরায় চার রাকাত পড়তে হবে।

Answer

না, উক্ত যোহর নামায মুকীম হওয়ার পর পুনরায় পড়তে হবে না। কেননা মুসাফির অবস্থায় কোনো নামায কসর আদায় করার পর ওই ওয়াক্তের মধ্যেই মুকীম হয়ে গেলেও তা পুনরায় পড়ার বিধান নেই।

কিতাবুল আছল ১/২৩৬; ফাতাওয়া খানিয়া ১/১৬৭; আলমুহীতুল বুরহানী ২/৪০৭; ফাতাওয়া সিরাজিয়্যা, ৭৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪১

Read more Question/Answer of this issue