Zilhaj 1445 || June 2024

রঈস আহমাদ - পটুয়াখালী

৬৪৯৪. Question

প্রায় বছরখানেক আগে আমার বাবা মারা যান। আমি নিয়ত করেছি এ বছর তার পক্ষ থেকে একটি ছাগল কুরবানী করব। প্রশ্ন হল, বাবার পক্ষ থেকে কুরবানী করা পশুর গোশত আমরা খেতে পারব কি?

Answer

হাঁ, আপনার বাবার ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে কুরবানী করা হলে ঐ কুরবানীর গোশত আপনারা নিজেরাও খেতে পারবেন। কেননা মৃতের ওসিয়ত ব্যতীত তার পক্ষ থেকে কুরবানী করা হলে এটি মূলত কুরবানীদাতার নিজেরই কুরবানী গণ্য হয়। মৃত ব্যক্তি এর সওয়াবের অধিকারী হয়, তাই এ কুরবানীর গোশত সাধারণ কুরবানীর মতোই খাওয়া জায়েয।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৪৬৯; ফাতাওয়া খানিয়া ৩/৩৫২; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২২; রদ্দুল মুহতার ৬/৩৩৫; ইলাউস সুনান ১৭/২৬৯ ​​​​​​​

Read more Question/Answer of this issue