Zilhaj 1445 || June 2024

মুশফিকুর রহমান - পটিয়া, চট্টগ্রাম

৬৪৯৩. Question

আমি কুরবানী করার পর সাধারণত কোনো মাদরাসার পক্ষ থেকে কেউ চামড়া নিতে আসলে তাকে দিয়ে দেই। যদি কেউ না আসে, তাহলে কুরবানীর পশুর কাজের জন্য যে কসাই আসে, তার পারিশ্রমিকের বাইরে এমনিতেই তাকে চামড়াটি নিয়ে যেতে বলি। ঘটনাক্রমে এবছরও মাদরাসা থেকে কেউ না আসায় চামড়াটি কসাইকে এমনিই দিয়ে দেই। কিন্তু এবছরের কসাইটি ছিল হিন্দু। বেখেয়ালিতেই তাকে উক্ত চামড়াটি দিয়ে ফেলেছি। হুজুরের কাছে জানতে চাচ্ছি, উক্ত চামড়াটি হিন্দু কসাইকে দেওয়া কি জায়েয হয়েছে? এখন আমার কী করণীয়? জানিয়ে বাধিত করবেন।

Answer

চামড়াটি হিন্দু কসাইকে দেওয়া নাজায়েয হয়নি। কেননা কুরবানীর পশুর গোশত এবং চামড়া অমুসলিমকেও দেওয়া যায়।

উল্লেখ্য, হিন্দু কসাইকে দিয়ে পশু জবাই করা যাবে না। হিন্দুর জবাইকৃত পশু হলাল নয়। হিন্দু যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করে, তবুও সে জবাইকৃত পশু হারাম গণ্য হবে।

-আলমুহীতুল বুরহানী ৮/৪৬৯; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৮৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৬৬; ইলাউস সুনান ১৭/২৫৮; ইমদাদুল ফাতাওয়া ৩/৫৫২

Read more Question/Answer of this issue