Zilhaj 1445 || June 2024

মুহাম্মাদ কামাল - সদরঘাট, ঢাকা

৬৪৯২. Question

আমার বাড়ি বরিশাল। ব্যবসার সুবাদে ঢাকায় থাকি এবং কুরবানীর ঈদ সাধারণত ঢাকাতেই পালন করি। গত ঈদুল আযহায় ঢাকাতে কুরবানীর পশু ক্রয় করার পর জরুরি এক প্রয়োজনে আমাকে বাড়িতে চলে যেতে হয়, তাই এক নিকটাত্মীয়ের কাছে ঈদের দিন কুরবানী করার জন্য পশুটি রেখে যাই। কথা মতো সে ঈদের দিন ঈদের নামায শেষে সকাল আটটায় পশুটি কুরবানী করে ফেলে। কিন্তু ঐদিন বরিশাল আমাদের এলাকায় ঈদের নামায সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়।

এখন প্রশ্ন হল, আমার ঈদের নামায শেষ হওয়ার আগেই পশুটি কুরবানী করে ফেলায় কি কোনো সমস্যা হয়েছে? নাকি কুরবানী সহীহ হয়ে গেছে? বিষয়টির সমাধান জানানোর অনুরোধ রইল।

Answer

আপনার প্রশ্নোক্ত কুরবানী সহীহ হয়ে গেছে। কেননা কুরবানীর পশু যে এলাকায় আছে, সে এলাকায় ঈদের জামাত হয়ে গেলেই উক্ত পশু কুরবানী করা সহীহ হয়ে যায়। কুরবানীদাতা যে স্থানে আছে সে স্থানের সময় এক্ষেত্রে ধর্তব্য নয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে পশুটি যে এলাকায় ছিল, সে এলাকায় ঈদের নামায শেষ হওয়ার পরই যেহেতু যবেহ করা হয়েছে, তাই এ কুরবানী আদায় হয়ে গেছে।

-বাদায়েউস সানায়ে ৪/২১৩; ফাতাওয়া খানিয়া ৩/৩৪৫; আলমুহীতুর রাযাবী ৬/৫৬; আলমুহীতুল বুরহানী ৮/৪৬৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৬

Read more Question/Answer of this issue