Zilhaj 1445 || June 2024

মুশতাক আহমাদ - ফরিদপুর

৬৪৯১. Question

আমার এক বন্ধু আমাকে কয়েক বছরের জন্য তার একটি প্রাইভেট কার ব্যবহার করতে দিয়েছে। কিন্তু আমার তেমন প্রয়োজন না থাকায় আমি চাচ্ছি, গাড়িটি রেন্ট এ কার-এ ভাড়া দিয়ে রাখতে। প্রশ্ন হল, আমার জন্য ভাড়া দেওয়া বৈধ হবে কি?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে মালিকের অনুমতি ছাড়া আপনার জন্য গাড়িটি ভাড়া দেওয়া কিছুতেই বৈধ হবে না। কেননা গাড়ির মালিক আপনাকে কেবল ব্যক্তিগত ব্যবহারের জন্য দিয়েছেন, ভাড়ায় খাটানোর জন্য নয়। সুতরাং রেন্ট এ কার বা অন্য কাউকে ভাড়ায় দিতে হলে মালিকের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত অনুমতি জরুরি।

-কিতাবুল আছল ৮/৪৫০; আলমুহতীর রাযাবী ৫/১৩৩; তাবয়ীনুল হাকায়েক ৬/৩৬; দুরারুল হক্কাম শরহু মাজাল্লাতিল আহকাম ২/৩৭০; রদ্দুর মুহতার ৫/৬৭৯

Read more Question/Answer of this issue