Zilhaj 1445 || June 2024

মাওলানা আবদুল কাদির - কুমিল্লা

৬৪৯০. Question

মসজিদে দানকৃত কুরআন শরীফের কপি বেশি হয়ে গেলে সেগুলো বিক্রি করে মসজিদের কোনো কাজে লাগানো যাবে কি না? অথবা কোনো মাদরাসায় দিয়ে দেওয়া যাবে কি না? বিশুদ্ধ প্রমাণসহ এর শরয়ী সমাধান জানানোর জন্য আরয করছি।

Answer

মসজিদে যেসব মুসহাফ (কুরআনের কপি) মানুষ দান করে, সেগুলো মুসল্লীগণ মসজিদে রেখে তা পড়বে, সে উদ্দেশ্যেই দান করে থাকে। তাই এ মুসহাফগুলো মসজিদের প্রয়োজন অতিরিক্ত হলেও বিক্রি করা যাবে না। মসজিদে পর্যাপ্ত মুসহাফ জমা হয়ে গেলে প্রয়োজন অতিরিক্ত কপিগুলো অন্য কোনো মসজিদে দিয়ে আসবে। আশপাশের মসজিদে প্রয়োজন না থাকলে বা মসজিদ কর্তৃপক্ষ না নিলে প্রয়োজনে দূরে প্রয়োজন আছে এমন এক বা একাধিক মসজিদে দিয়ে আসবে। এক্ষেত্রে চেষ্টা করতে হবে, মুসহাফগুলো অন্য এক বা একাধিক মসজিদেই দিয়ে আসার। তবে সবগুলো অন্য মসজিদে দিয়ে আসা জটিল হলে কিছুসংখ্যক কোনো মাদরাসায়ও দিলে দিতে পারবে। কিন্তু মসজিদে দেওয়ার সুযোগ থাকলে মাদরাসায় দান করবে না।

কোনো মসজিদে মুসহাফ বেশি হয়ে গেলে মসজিদ কর্তৃপক্ষ গোড়া থেকেই মসজিদে কেউ যেন আর মুসহাফ রেখে না যায় সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। মসজিদের খাদেমগণ কাউকে উক্ত মসজিদে মুসহাফ রেখে যেতে দেখলে নিষেধ করবেন এবং অন্য কোনো মসজিদ/মাদরাসা যেখানে প্রয়োজন রয়েছে সেখানে দিতে বলবেন। প্রয়োজনে মসজিদ এলাকায় কোনো বিজ্ঞপ্তি টানিয়ে এভাবে প্রয়োজন অতিরিক্ত মুসহাফ রেখে না যাওয়ার অনুরোধ করা যেতে পারে।

-ফাতহুল কাদীর ৫/৪৩১; দুরারুল হুক্কাম ২/১৩৪; রদ্দুল মুহতার ৪/৪৩১, ৪৪৫; ফাতাওয়া রহিমিয়া ৯/৪৮

Read more Question/Answer of this issue