Zilhaj 1445 || June 2024

জান্নাতুল ফিরদাউস - চৌমুহনী, নোয়াখালী

৬৪৮৪. Question

এ বছর হজ্বে যাওয়ার ইচ্ছা। তাই হজ্বের বিবরণ সম্পর্কিত কিছু বই-পুস্তক পড়ছি। প্রায় বইয়ে ইহরাম অবস্থায় মহিলাদের জন্য বিভিন্ন জিনিস নিষেধ করা হয়েছে। এগুলো পড়ে আমার সন্দেহ হয় যে, ইহরাম অবস্থায় অলংকার পরা যাবে কি না?

তাই মুহতারামের কাছে অনুরোধ, সঠিক সমাধান জানিয়ে আমাকে উপকৃত করবেন

Answer

ইহরাম অবস্থায় মহিলাদের জন্য অলংকার ব্যবহার করা জায়েয আছে। তাই ইহরাম অবস্থায় আপনি অলংকার পরতে পারবেন। তাতে অসুবিধা নেই। নাফে রাহ. বলেন-

أَنَّ نِسَاءَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ وَبَنَاتِه كُنَّ يَلْبَسْنَ الْحُلِيَّ وَهُنَّ مُحْرِمَاتٌ.

আবদুল্লাহ ইবনে উমর রা.-এর স্ত্রী ও মেয়েরা ইহরাম অবস্থায় অলংকার পরতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৪৪১৪)

-ফাতাওয়া খানিয়া ১/২৮৬; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫৪৪; আলবাহরুল আমীক ২/৭১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩৫; মানাসিকে মোল্লা আলী আলকারী, পৃ. ১১৬

Read more Question/Answer of this issue