Zilhaj 1445 || June 2024

কামাল হোসেন - সদরঘাট, ঢাকা

৬৪৮৩. Question

আমার এক নিকটাত্মীয় তাওয়াফে যিয়ারত আদায় করার পর বিদায়ী তাওয়াফের আগে তার মাসিক স্রাব শুরু হয়ে যায়। এই ঋতুস্রাব চলাকালেই তাকে দেশে ফিরে আসতে হয়। তাই সে বিদায়ী তাওয়াফ করতে পারেনি।

জানার বিষয় হল, উক্ত তাওয়াফ করতে না পারার কারণে কোনো সমস্যা হয়েছে কি, নাকি এর কারণে তার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?

Answer

না, এক্ষেত্রে তার ওপর কোনো জরিমানা আবশ্যক হয়নি। কেননা মাসিকের কারণে কোনো মহিলা যদি বিদায়ী তাওয়াফ করতে না পারে এবং চলে আসে, তবে এ কারণে তার ওপর কোনো জরিমানা ওয়াজিব হবে না। তাওয়াফে বিদার ক্ষেত্রে ঋতুমতী মহিলাকে শরীয়তে ছাড় দেওয়া হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন-

أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ، إِلَّا أَنَّهُ خُفِّفَ عَنِ الْمَرْأَةِ الْحَائِضِ.

লোকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, (প্রত্যাবর্তনকালে) তাদের সর্বশেষ কাজ যেন হয় বাইতুল্লাহ্র তাওয়াফ, কিন্তু ঋতুমতী মহিলাদেরকে তা থেকে ছাড় দেওয়া হয়েছে। (সহীহ মুসলিম, হাদীস ১৩২৮)

-আলমাবসূত, সারাখসী ৪/১৭৯; শরহু মুখতাসারত তাহাবী, জাস্সাস ২/৫৪২; আলমুহীতুর রাযাবী ২/২০৮; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৫১৩

Read more Question/Answer of this issue