Zilhaj 1445 || June 2024

আবদুর রহমান - খুলনা

৬৪৮১. Question

আমি মাদরাসায় সাধারণ দানের জন্য বিশ হাজার টাকা আলাদা করে আলমারিতে রাখি। ইতিমধ্যে কোনো এক কাজে আমার টাকার প্রয়োজন হয়। হাতে ক্যাশ টাকা ছিল না। উক্ত পৃথক করা টাকা থেকে দশ হাজার টাকা নিই। জানার বিষয় হল, দানের জন্য পৃথক করা টাকা থেকে নেওয়া আমার জন্য জায়েয হয়েছে কি? আর সাধারণ দানের জন্য এভাবে আলাদা করে রাখার কারণে ঐ টাকা দেওয়া কি আমার ওপর জরুরি হয়ে গেছে? জানিয়ে উপকৃত করবেন।

Answer

দানের জন্য আলাদা করে রাখা টাকা থেকে খরচ করা আপনার জন্য নাজায়েয হয়নি। কেননা দানের জন্য আলাদা করে রাখার কারণে তা আপনার মালিকানা থেকে বের হয়ে যায়নি এবং  দান করে দেওয়াও জরুরি হয়ে যায়নি। তবে যেহেতু আপনি ঐ পরিমাণ টাকা দান করার নেক নিয়ত করেছেন, তাই তা পূরণ করাই ভালো।

-আলমাবসূত, সারাখসী ৮/১৩৮; আহকামুল কুরআন ৩/৪৪২; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৫২৪; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৯৫; ফাতাওয়া বায্যাযিয়া ৬/২৪৩

Read more Question/Answer of this issue