Zilhaj 1445 || June 2024

শামীম খান - কাজীপাড়া, যশোর

৬৪৭৯. Question

হুজুর, আমার পুরানো মোটরসাইকেলের শোরুম আছে। একবার বিক্রির উদ্দেশ্যে একটি মোটরসাইকেল ক্রয় করি। কিছুদিন পর সেটি আমার পছন্দ হওয়ায় বিক্রি না করার সিদ্ধান্ত নিই এবং নিজে ব্যবহার শুরু করি। বছরখানেক ব্যবহারের পর আমি নতুন একটি মোটরসাইকেল ক্রয় করি। পুরোনো মোটরসাইকেলটি আবার বিক্রির জন্য শোরুমে উঠাই।

জানার বিষয় হল, তিন মাস পর আমার যাকাতবর্ষ পূর্ণ হবে। তখন কি এই মোটরসাইকেলেরও যাকাত দিতে হবে?

Answer

মোটর সাইকেলটি প্রথমে ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করলেও পরবর্তীতে যেহেতু ব্যবসার নিয়ত বর্জন করে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন, তাই সেটি আর যাকাতযোগ্য সম্পদ থাকেনি। পরবর্তীতে সেটি ব্যবহার বাদ দিয়ে বিক্রি করে দেওয়ার নিয়ত করলেও তা যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে না। তাই এরপর থেকে সেটি বিক্রি করার আগ পর্যন্ত এর যাকাত দিতে হবে না। বিক্রি করার পর এর মূল্য যাকাতের হিসাবে গণ্য হবে।

-আলজামিউস সাগীর, পৃ. ১২২; বাদায়েউস সানায়ে ২/৯৪; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৬৭; আলবাহরুর রায়েক ২/২০৯; আদ্দুররুল মুখতার ২/২৭২

Read more Question/Answer of this issue