Zilhaj 1445 || June 2024

জান্নাতুল ফিরদাউস - বেগমগঞ্জ, নোয়াখালী

৬৪৭৮. Question

আমি একটি দ্বীনী পত্রিকার মাধ্যমে জেনেছি যে, নফল রোযা শুরু করে ভেঙে ফেললে পরবর্তীতে তা কাযা করা ওয়াজিব। কিন্তু গত সোমবার নফল রোযা রাখার পর দ্বিপ্রহরে আমার মাসিক শুরু হয়ে যায়।

হুজুরের কাছে জিজ্ঞাসা হল, আমাকে কি এখন উক্ত রোযা কাযা করতে হবে? আমার রোযাটি ভেঙে ফেলার  কোনো ইচ্ছাই ছিল না; বরং অনিচ্ছাকৃত রোযাটি ভেঙে যায়।

Answer

হাঁ, রোযাটি কাযা করা জরুরি। কেননা নফল রোযা শুরু করার পর ঋতুস্রাব এসে গেলেও পরবর্তীতে তা কাযা করা আবশ্যক।

-আলমাবসূত, সারাখসী ৩/৮৩; আলগায়া, সারুজী ৭/৪৭১; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৩০; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৬৬

Read more Question/Answer of this issue