Zilhaj 1445 || June 2024

আবু বকর ছিদ্দিক - নোয়াখালী

৬৪৭৭. Question

আমার আম্মু বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি কিছু জটিল ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকায় বিগত রমযানের কয়েকটি রোযা রাখা তার পক্ষে সম্ভব ছিল না। তাই প্রতিবারই রমযান শেষে আমার বড় ভাই তার রোযার ফিদইয়া আদায় করে দিতেন। কিন্তু গত রমযানে শারীরিক অবস্থা আগের চেয়ে আরো খারাপ থাকায় রোযা রাখতে পারবেন- এমন সম্ভবনা একেবারেই ছিল না। এরই মধ্যে- রমযানের দ্বিতীয় দিন আমাদের এক গরিব আত্মীয় সাহায্যের জন্য আসলে আমরা তাকে পুরো রমযানের ফিদইয়া হিসাব করে দিয়ে দিই।

উল্লেখ্য, উক্ত রমযানের দেড় মাস পর এই অক্ষমতার মধ্য দিয়ে আমার আম্মু ইন্তেকাল করেন।

মুহতারামের কাছে জানতে চাই, এমতাবস্থায় পরবর্তী ২৮ টি রোযার ফিদইয়া আদায় হয়েছে কি?

Answer

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আম্মু যেহেতু পরবর্তীতে রোযাগুলো নিজে কাযা করার সক্ষমতা ফিরে পাওয়ার আগেই ইন্তেকাল করে গেছেন, তাই তার পক্ষ থেকে রমযানের শুরুতে যে রোযাগুলোর অগ্রিম ফিদইয়া আদায় করা হয়েছে তা আদায় হয়ে গেছে। তার ইন্তেকালের পর পুনরায় তা আদায় করতে হবে না।

-আলবাহরুর রায়েক ২/২৮৬; আদ্দুররুল মুখতার ২/৪২৭

Read more Question/Answer of this issue