Zilhaj 1445 || June 2024

আবু সাঈদ - নোয়াখালী

৬৪৭৬. Question

রমযানের প্রথম দিন সেহরীর সময় আমি ঘুম থেকে উঠতে পারিনি। ফজরের শেষ সময়ে ঘুম থেকে উঠে ওযু করি। ওযু শেষে পানিও পান করি। কিন্তু ঐ সময় রমযানের কথা আমার খেয়াল ছিল না। পানি পান করার পর রমযানের কথা স্মরণ হলে আমি সাথে সাথে রোযার নিয়ত করে ফেলি এবং যথানিয়মে রোযাটি রাখি।

মুহতারামের নিকট জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার রোযাটি আদায় হয়েছে, নাকি তা পুনরায় রাখতে হবে?

Answer

আপনার উক্ত রোযাটি আদায় হয়নি। কেননা রমযানের রোযার নিয়ত সুবহে সাদিকের পর করার সুযোগ থাকলেও কেউ যদি নিয়ত করার আগে ভুলে কিছু খেয়ে ফেলে তবে এরপর আর রোযার নিয়ত করা সহীহ নয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে বেখেয়ালে হলেও আপনি যেহেতু সুবহে সাদিকের পর পানি পান করেছেন, তাই এরপর রোযার নিয়ত করলেও উক্ত রোযা সহীহ হয়নি। তা কাযা করে নিতে হবে।

-শরহু মুখতাসারিত তাহাবী, ইসবীজাবী ২/৬০৩; আলজাওহারাতুন নাইয়িরা ১/১৭৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৪৯

Read more Question/Answer of this issue