মেরাজুল ইসলাম - পাবনা
৬৪৭৫. Question
আমাদের এলাকায় মায়্যিতকে দাফনের সময় যারা দাফনের কাজে থাকে তারা তো কোদাল ইত্যাদি দিয়ে মাটি ঢেলে থাকে। সাথে দাফনে উপস্থিত লোকেরাও হাত দিয়ে কিছু কিছু করে মাটি ঢালে এবং কেউ কেউ মায়্যিতের মাথার দিক থেকে মাটি দিতে বলে। মুহতারামের কাছে জানতে চাই, শরীয়তে এভাবে হাত দিয়ে কবরে মাটি দেওয়ার বিধান কী?
Answer
মায়্যিতকে দাফনের সময় উপস্থিত লোকদের জন্য কবরে তিনবার উভয় হাত দিয়ে মাটি দেওয়া এবং তা মায়্যিতের মাথার দিক থেকে দেওয়া মুস্তাহাব। হাদীস শরীফে এসেছে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى جِنَازَةٍ، ثُمَّ أَتَى قَبْرَ الْمَيِّتِ، فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাযার নামায আদায় করেন। এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে তিনবার মাটি দেন। (সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৫৬৫)
-কিতাবুল উম্ম ১/৩১৫; তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৭; আযযিয়াউল মা‘নাবী ২/৫০৭; রদ্দুল মুহতার ২/২৩৬