Zilhaj 1445 || June 2024

ফাহীম - ঢাকা

৬৪৭৪. Question

গত শুক্রবার কোনো কারণে জুমার নামাযের জন্য মসজিদে যেতে দেরি হয়। মসজিদে গিয়ে দেখি, (বাংলা) বয়ান শেষ। সবাই সুন্নত পড়ছে। আমিও সুন্নত পড়ার জন্য দাঁড়িয়ে যাই। কিন্তু আমি প্রথম বৈঠকে তাশাহহুদ পড়া অবস্থায়ই খুতবা শুরু হয়ে যায়। খুতবা চলা অবস্থায় যেহেতু নামায, যিকির, তিলাওয়াত সবধরনের ইবাদত নিষিদ্ধ, তাই আমি তাশাহহুদ পড়ে সালাম ফিরিয়ে দেই।

মুহতারামের নিকট জানার বিষয় হল, এভাবে দুই রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে দেওয়া কি ঠিক হয়েছে? জুমার পূর্বের সুন্নত পড়া অবস্থায় খুতবা শুরু হয়ে গেলে করণীয় কী? আশা করি জানাবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ঠিকই করেছেন। কেননা জুমার পূর্বের চার রাকাত সুন্নত পড়া অবস্থায় খুতবা শুরু হয়ে গেলে নিয়ম হল, যদি প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাতে থাকা অবস্থায় খুতবা শুরু হয়, তাহলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবে। জুমার নামাযের পরবর্তী চার রাকাত সুন্নতের পর তা পড়ে নেবে। যদি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়ার পর খুতবা শুরু হয়, তাহলে ছোট ছোট কেরাতে চার রাকাত পূর্ণ করবে।

-ফাতাওয়া খানিয়া ১/৭৫; আলমুহীতুল বুরহানী ২/৪৬৪; আলগায়া, সারুজী ৪/৩৭৯; শরহুল মুনইয়া, পৃ. ২৪২; রদ্দুল মুহতার ২/৫৩, ১৫৮

Read more Question/Answer of this issue