উসমান - রাজশাহী
৬৪৭০. Question
আমি কয়েকদিন আগে বিছানার চাদরের ওপর জায়নামায বিছিয়ে নফল নামায পড়ছিলাম। নামাযের পর আমার স্ত্রী বলল, আপনি যেখানে জায়নামায বিছিয়ে নামায আদায় করেছেন, সেখানে তো আপনার বাচ্চা পেশাব করে দিয়েছিল। যার কারণে বিছানার চাদর নাপাক হয়ে গেছে। যদিও তা এখন শুকিয়ে গেছে। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, আমি অপবিত্র চাদরের ওপর জায়নামায বিছিয়ে যে নামায আদায় করেছি, তা কি সহীহ হয়েছে, নাকি উক্ত নামায আদায় হয়নি? জানিয়ে বাধিত করবেন।
Answer
আপনার উক্ত নামায আদায় হয়ে গেছে। কেননা বিছানার চাদরটি নাপাক হলেও যেহেতু এর ওপর পবিত্র জায়নামায বিছিয়ে নামায পড়েছেন, তাই উক্ত নামায সহীহ হয়েছে। এক্ষেত্রে জায়নামাযের নিচের চাদরটি নাপাক হলেও এ কারণে নামাযে সমস্যা হয়নি।
-আলমুহীতুর রাযাবী ১/১৪৩; ফাতাওয়া খানিয়া ১/২৬; আলবাহরুর রায়েক ১/২৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২