Zilqal 1445 || May 2024

হাসনাইন - ভোলা

৬৪৬৫. Question

জনৈক মহিলাকে তার স্বামী এক তালাকে বায়েন প্রদান করে। মহিলার ইদ্দত চলাকালীন হঠাৎ একদিন উক্ত স্বামী গাড়ি এক্সিডেন্টে মারা যায়। মুহতারামের কাছে জানার বিষয় হল, উক্ত তালাকপ্রাপ্তা মহিলা কি তাঁর ঐ স্বামীর মিরাস সম্পত্তির হকদার হবে? জানিয়ে বাধিত করবেন।

Answer

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ নারী তার তালাকদাতা স্বামী থেকে মিরাস পাবে না। কেননা মৃত্যুশয্যাগ্রস্ত (مرض الموت) নয়, এমন ব্যক্তি যদি স্ত্রীকে বায়েন তালাক প্রদান করে, তবে উক্ত তালাকের ইদ্দতের ভেতর তালাকদাতা স্বামী মারা গেলেও সে তার থেকে মিরাস পায় না।

-আলমাবসূত, সারাখসী ৬/৩৯; বাদায়েউস সানায়ে ৩/৩৪৫; ফাতাওয়া খানিয়া ১/৫৫৫; আলবাহরুর রায়েক ৪/৪৩রদ্দুল মুহতার ৩/৩৮৬

Read more Question/Answer of this issue