Zilqal 1445 || May 2024

সোহাগ - কেরানীগঞ্জ, ঢাকা

৬৪৬২. Question

গতকাল আমাদের গ্রামে কিছু লোক একটি পিকআপ নিয়ে চাল, ডাল ও বিভিন্ন ধরনের কাঁচা তরকারি বিক্রি করতে আসে। তখন প্রতিবেশী কিছু মহিলা আমাকে সেখান থেকে তাদের জন্য এক কেজি, দুই কেজি করে পোলাওয়ের চাল কিনে আনতে বলে। তারা আমাকে প্রতি কেজির নির্ধারিত মূল্য ৯০ টাকা করে দিয়ে দেয়। কিন্তু একসাথে ৫ কেজির ঊর্ধ্বে উক্ত চাল ক্রয় করায় বিক্রেতারা আমাকে (তাদের নিয়মানুযায়ী) প্রায় ৭০ টাকা ছাড় দেয়। তবে বিষয়টি প্রতিবেশী মহিলারা জানে না।

মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, উক্ত টাকা কি আমি গ্রহণ করতে পারব? কারণ তাদের কেউ তো পৃথকভাবে এ ছাড় কোনোভাবেই পাবে না। এক্ষেত্রে সঠিক মাসআলা কী?

Answer

মূল্য ছাড়ের ঐ টাকা আপনার জন্য নেওয়া জায়েয হবে নাবরং চালের ক্রেতা মালিকের প্রত্যেককে প্রাপ্য অনুপাতে ফেরত দিতে হবে। কেননা উক্ত ছাড় পণ্য ক্রয়ের ওপর দেওয়া হয়। সুতরাং ক্রয়কৃত পণ্যের যিনি মালিক তিনি উক্ত ছাড়কৃত মূল্যের মালিক। আপনি কেবল তাদের পক্ষ থেকে ক্রয় প্রতিনিধি। অবশ্য মূল্য ছাড়ের বিষয়টি তাদেরকে জানানোর পর তারা যদি খুশি মনে উক্ত টাকা আপনাকে দিয়ে দেয়, তাহলে তা আপনি নিতে পারবেন।

-আলমুহীতুল বুরহানী ১৫/৬৫; ফাতাওয়া খানিয়া ৩/২৬; আলবাহরুর রায়েক ৭/১৫৫; ফাতাওয়া হিন্দিয়া ৩/৫৮৮; রদ্দুল মুহতার ৫/৫১৬

Read more Question/Answer of this issue