Zilqal 1445 || May 2024

ইকবাল হুসাইন - উত্তরা, ঢাকা

৬৪৬১. Question

একদিন আমি বাজার থেকে কয়েকটি নারিকেল কিনে আনি। বাসায় এনে ভাঙার পর দেখি, সবগুলো নারিকেলই নষ্ট। মোটেও খাওয়ার উপযোগী নয়। পরে বিক্রেতার কাছে ফেরত দিতে গেলে তিনি তা ফেরত নিতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে আমি নারিকেলগুলো ফেলে দিয়ে চলে আসি। জানার বিষয় হল, এক্ষেত্রে তার কাজটি বৈধ হয়েছে কি?

Answer

নারিকেলগুলো ভাঙার পর সেগুলো যদি বাস্তবেই একেবারে নষ্ট দেখা যায় এবং মোটেও খাওয়ার উপযুক্ত না থাকে, তাহলে উক্ত বিক্রয়চুক্তি বাতিল গণ্য হবে। সুতরাং এক্ষেত্রে বিক্রেতার ওপর জরুরি হল, আপনাকে এর মূল্য ফেরত দেওয়া। অতএব তার কাছে উক্ত মূল্য ফেরত চাওয়ার পরও আপনাকে ফেরত না দেওয়া তার জন্য সম্পূর্ণ নাজায়েয হয়েছে।

-কিতাবুল আছল ২/৫০০; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৩/৭৩; আলমুহীতুল বুরহানী ১০/১২১; ফাতহুল কাদীর ৬/১৮; রদ্দুল মুহতার ৫/২৫

Read more Question/Answer of this issue