আবদুল্লাহ - ঢাকা
৬৪৬০. Question
আমাদের মসজিদের উত্তর পাশে বড় একটা জমি আছে। মসজিদ কর্তৃপক্ষের প্ল্যান ছিল, ঐ জমিটা কিনে মসজিদের স্থায়ী আয়ের লক্ষ্যে সেখানে একটা মার্কেট বানিয়ে ভাড়া দেবে। কিন্তু কিছুদিন আগে জমিটা বিক্রি হয়ে যায়। মসজিদ কর্তৃপক্ষ এটা জানার পর জমিটা যিনি কিনেছেন তার কাছে আবেদন করেন, তিনি যেন জমিটা মসজিদ কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেন। কিন্তু তিনি জমি বিক্রি করবেন না বলে জানিয়ে দেন। এখন মসজিদ কর্তৃপক্ষ বলছে, ওই লোক স্বেচ্ছায় জমিটা বিক্রি না করলে তারা আদালতে প্রিএমশনের দাবি করবে। কারণ জমিটা মসজিদের পাশেই অবস্থিত।
মুহতারামের কাছে জানার বিষয় হল, শরীয়তের দৃষ্টিতে মসজিদ কর্তৃপক্ষ উক্ত জমিতে প্রিএমশনের দাবি করতে পারবে কি? আশা করি সঠিক উত্তর জানাবেন।
Answer
শরীয়তের দৃষ্টিতে প্রিএমশন বা শুফআ দাবির অধিকার রাখেন ব্যক্তি মালিকানাধীন জমির মালিকগণ। কোনো ওয়াকফিয়া প্রতিষ্ঠান প্রিএমশনের অধিকার রাখে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে বিক্রিত জমিটি মসজিদ সংলগ্ন হলেও মসজিদ কর্তৃপক্ষ মসজিদের পক্ষে তাতে ‘শুফআ’ দাবি করতে পারবে না।
-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৪৫৮; বাদায়েউস সানায়ে ৪/৯৭, ৪/১১২; আলমুহীতুল বুরহানী ১১/৫; আদ্দুররুল মুখতার ৬/২২৩; শরহুল মাজাল্লা, আতাসী ৩/৫৮৪